দুই ইউপিডিএফ সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার
খাগড়াছড়ির রামগড় উপজেলার পাগলাপাড়া এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। আজ সোমবার ভোরে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন।
এ ঘটনায় এলজি, চারটি কার্তুজ, দুটি মোবাইল ফোনসেট, চাঁদা আদায়ের রসিদ বই জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ইউপিডিএফের সাব পোস্ট কমান্ডার গুইমারার নতুনপাড়া গ্রামের নাপা মারমা সবুজ (৪৫) ও মানিকছড়ির দুর্জয় চাকমা বাবু (২৭) ।
গুইমারা সাবজোন কমান্ডার মেজর মাহফুজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সিন্ধুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর রাকিবুল হাসানের নেতৃত্বে একটি টহলদল পাগলাপাড়া এলাকার একটি পরিত্যক্ত খামার বাড়িতে অভিযান চালিয়ে ইউপিডিএফের এ দুই সদস্যকে আটক করে। এ সময় তাদের তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
মেজর মাহফুজ আরো জানান, আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের ইউপিডিএফের কর্মী বলে জানিয়েছে। সেই সঙ্গে অস্ত্রের ভয় দেখিয়ে তারা ওই এলাকায় চাঁদা আদায়ের করত বলেও জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
ইউপিডিএফ খাগড়াছড়ি জেলার গণমাধ্যম শাখার দায়িত্বে নিয়োজিত নিরন চাকমার সঙ্গে যোগাযোগ করা হলে আটক ব্যক্তিদের নিজেদের কর্মী বলে দাবি করেন তিনি। তিনি বলেন, ‘নিরীহ স্থানীয় গ্রামবাসীদের ঘুম থেকে তুলে তাদের হাতে অস্ত্র গুজে দিয়ে ফাঁসিয়ে দেওয়া হয়েছে।’
অন্যদিকে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন খান জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে আটকের বিষয়টি জানানো হলেও আটক ব্যক্তি ও অস্ত্র এখনো থানায় হস্তান্তর করা হয়নি।