মাদ্রাসায় ছুরিকাঘাতে ৬ শিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এক মাদ্রাসা শিক্ষার্থীর ছুরিকাঘাতে একই মাদ্রাসার ছয় শিক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার বরমি ইউনিয়নের গাড়ারণ খলিলিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
আহত ছাত্ররা হলো- দশম শ্রেণির শিক্ষার্থী নাদিম, মুহিন, রিফাত, লিউন, রাশিদুল ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী রিফাত। তারা সবাই শ্রীপুরের গাড়ারণ খলিলিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী।
অভিযুক্ত সিয়াম (১৪) বরমি ইউনিয়নের সাতখামাইর গ্রামের বাসিন্দা। সে ওই মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী।
আহত শিক্ষার্থীরা জানান, মাদ্রাসায় চূড়ান্ত পর্বের পরীক্ষা চলছিল। বুধবার পরীক্ষার হলে বেঞ্চে বসা নিয়ে সিয়ামের সাথে মুহিনের ঝগড়া হয়। পরে মাদ্রাসার শিক্ষকরা বিষয়টি মীমাংসা করে দেন। এ নিয়ে ক্ষোভে বৃহস্পতিবার বেলা ১২টায় মাদরাসা চত্বরে ছুরি নিয়ে যায় সিয়াম। এ সময় অন্যরা মাদ্রাসায় পরীক্ষা শেষে বের হচ্ছিল, হঠাৎ সিয়াম ছুরি নিয়ে তাদের ওপর হামলা করে। হামলায় রিফাত (২), নাদিম, মুহিন, রাশিদুল ও লিউন আহত হয়। পরে তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাদিম, মুহিন ও রিফাতকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাসরিন জামান বলেন, পাঁচজন শিক্ষার্থীকে ছুরিকাঘাত অবস্থায় আনা হয়েছিল। তাদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আব্দুর রউফ, গাজীপুর (শ্রীপুর)