পাবনায় কলেজছাত্র নিখোঁজ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/09/18/photo-1442590532.jpg)
পাবনায় মনিরুল ইসলাম (২২) নামের এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। মনিরুল টাঙ্গাইলের মোহাম্মদ আলী কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি পাবনার আমিনপুর থানার গোবিন্দপুরের দুর্গাপুর গ্রামের মো. শাহাব উদ্দিনের ছেলে।
পরিবার ও থানায় দায়ের করা জিডি সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর মনিরুল সকালে কলেজে যাওয়ার জন্য পাবনার বাড়ি থেকে টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন। পরে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি।
পারিবারিক সূত্র আরো জানায়, মনিরুলের মানসিক সমস্যা রয়েছে। নিয়মিত ওষুধ না খেলে মানসিক সমস্যাটা বেড়ে যায়। তখন তিনি আগের মতো স্বাভাবিক কথা বলতে পারেন না, এমনকি নিজের নাম, ঠিকানাও বলতে পারেন না। তাঁর গায়ের রং ফর্সা। মুখমণ্ডল গোলাকার। নিখোঁজ হওয়ার সময় পরনে ছিল কালো রঙের জিন্সের ফুল প্যান্ট, গায়ে লাল গেঞ্জি। তাঁর উচ্চতা আনুমানিক পাঁচ ফুট পাঁচ ইঞ্চি।
এ ব্যাপারে মনিরুলের বাবা শাহাব উদ্দিন গত ১১ সেপ্টেম্বর পাবনার আমিনপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ৪৫৬। মনিরুলের কোনো সন্ধান পেলে ০১৭৩৮-৭৩৮৮৫১, ০১৭১৪-৫০৪৩৯২, ০১৭৫৪-৫৫০৮৬৩ নম্বরে অথবা থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।