আশুরাকে কেন্দ্র করে নিরাপত্তা হুমকি নেই : ডিএমপি কমিশনার
আগামী ২১ সেপ্টেম্বর শুক্রবার পালিত হবে পবিত্র আশুরা। আশুরা পালনকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। আজ মঙ্গলবার সকালে হোসেনী দালান এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার জানান, অতীত অভিজ্ঞতা, বাস্তব পরিস্থিতি ও গোয়েন্দা রিপোর্ট পর্যবেক্ষণ করে আশুরাকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
মিছিলে কোনো ধরনের ব্যাগ, টিফিন ক্যারিয়ার, ছুরি-কাঁচি ও বর্শা বহন করা যাবে না জানিয়ে আছাদুজ্জামান মিয়া বলেন, নিষেধাজ্ঞা থাকবে আতশবাজি ও আগুন খেলায়ও। এ ছাড়া যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সোয়াট, বম্ব ডিসপোজাল ইউনিট ও ক্রাইম সিন ইউনিট প্রস্তুত থাকবে বলেও জানান ডিএমপি কমিশনার।
আছাদুজ্জামান মিয়া বলেন, ‘আমরা কাজ করে যাচ্ছি, সব ধরনের হুমকি পর্যালোচনা করছি, পরিস্থিতির নজর রাখছি। এখন পর্যন্ত কোনো ধরনের কোনো থ্রেট আমাদের কাছে নেই। তারপরও আমরা অত্যন্ত সতর্ক রয়েছি।’
আশুরাকে কেন্দ্র করে হোসেনী দালান এলাকায় অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলে অংশগ্রহণে আগ্রহীদের দৃষ্টি আকর্ষণ করে ডিএমপি কমিশনার বলেন, ‘কোনো ধরনের ব্যাগ, ছুরি-কাঁচি, বর্শা, তরবারি, ধাতব পদার্থ এগুলো নিয়ে এই সমাবেশে আসা যাবে না।’