শিমুলিয়ায় পারাপারে ভোগান্তি নেই
মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাওরাকান্দি ঘাটে অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। তবে যান পারাপারে কোনো সমস্যা হচ্ছে না। ১৭টি ফেরি দিয়ে যান পারাপার স্বাভাবিক রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
লৌহজং টার্নিং পয়েন্ট চ্যানেলটি চালু হওয়া তেমন সময় লাগছে না বলে জানা গেছে। এ ক্ষেত্রে ফেরিগুলো পারাপারে সময়ও কম নিচ্ছে। অন্যদিকে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই লঞ্চ, স্পিডবোট ও ট্রলারে করে পার হচ্ছে যাত্রীরা।
যাত্রী নিরাপত্তায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে জেলা ও নৌপুলিশ প্রশাসন।
বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক আশিকুজ্জামান বলেন, বুধবার সকাল থেকে গাড়ির চাপ শুরু হয়েছে। তবে ঘাটে কোনো যানবাহনকে বসে থাকতে হয় না।
পর্যাপ্ত ফেরি রয়েছে যার ফলে যান পারাপারে কোনো বেগ পেতে হচ্ছে না। ঘাটে গাড়ি আসার সঙ্গে সঙ্গে পার করে দেওয়া হচ্ছে। বরং গাড়ির অভাবে ফেরি ঘাটে বসে থাকছে বলে জানান আশিকুজ্জামান।