রাজধানীতে কোথায় কখন ঈদ জামাত

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামীকাল শুক্রবার মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
ধর্মীয় এ উৎসবে রাজধানীর মুসল্লিরা যাতে নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন, সে জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা উত্তর সিটি করপোরেশন বিভিন্ন ঈদগাহ, খেলার মাঠ ও মসজিদে ঈদ জামাত আদায়ের ব্যবস্থা নিয়েছে।
জাতীয় ঈদগাহসহ রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায় ৩৬২টি ঈদ জামাতের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ঈদুল আজহার ২২৮টি জামাত অনুষ্ঠিত হবে বলে বার্তা সংস্থা বাসস জানায়।
প্রধান জামাত জাতীয় ঈদগাহে
সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে। এখানে নামাজের সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে। তবে আবহাওয়া প্রতিকূল হলে ঈদের প্রধান এ জামাত সকাল সাড়ে ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।
জাতীয় ঈদগাহে পাঁচ হাজার নারীসহ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিদের নামাজ আদায়ের সুবিধার্থে বসার জায়গা, অজু ও মোবাইল টয়লেটের ব্যবস্থাও রাখা হয়েছে।
বায়তুল মোকাররমে পাঁচটি জামাত
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামায়াত সকাল ১০টায় এবং পঞ্চম ও শেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
সুষ্ঠু ও সুন্দরভাবে ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য মুসল্লিদের সুবিধার্থে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যাপ্ত পানি ও নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সংসদ ভবন, ঢাবি ও বুয়েটে জামাত
জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল সাড়ে ৭টায় ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ, মসজিদুল জামিআয় ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয়টি সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় মসজিদ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মেইন গেটসংলগ্ন মাঠ এবং শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায় ঈদুল আজহার পৃথক আরো দুটি জামাত অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মাঠে সকাল পৌনে ৭টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে সকাল ৭টায় এ জামাত হবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জামাত হবে সকাল সাড়ে ৭টায়।
রাজধানীর ঐতিহ্যবাহী ঈদ জামাতটি হবে মশুরীখোলা শাহ সাহেববাড়ি জামে মসজিদে। এবারের ১১৫তম ঈদুল আজহার নামাজ এখানে শুরু হবে সকাল ৮টায়।
যেখানে তিনটি জামাত
সায়েদাবাদ আরজুশাহ পাক দরবার শরিফ বড় জামে মসজিদে প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় ও তৃতীয় জামাত সকাল ৯টায়। আরামবাগের বাবে রহমত দেওয়ানবাগ শরিফে প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৯টায় ও তৃতীয় জামাত সকাল ১০টায়। কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় ও তৃতীয় জামাত সকাল ৯টায়।
দুটি জামাত যেখানে
দক্ষিণ বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৭টা ও সকাল সাড়ে ৮টায়, মানিকনগর পুকুরপাড় জামে মসজিদে সকাল ৭টা ও সকাল ৮টায়, দক্ষিণ মুগদা ব্যাংক কলোনির রসুলবাগ জামে মসজিদে সকাল ৭টা ও সকাল ৮টায়, যাত্রাবাড়ীর মাতুয়াইল দরবারে মোজাদ্দেদীয়ায় সকাল ৮টা ও সকাল সাড়ে ৮টায় এবং খিলক্ষেত কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজ ঈদগাহে সকাল ৭টা ও সকাল পৌনে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
বিভিন্ন স্থানে জামাত
সকাল ৭টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে দারুস সালাম মীরবাড়ি আদি (মাদবরবাড়ি) জামে মসজিদ ও লক্ষ্মীবাজারের মিয়া সাহেবের ময়দান খানকা শরিফ জামে মসজিদে।
সকাল সোয়া ৭টায় ঈদ জামাত হবে খিলগাঁওয়ের পল্লীমা সংসদ ময়দানে।
সকাল সাড়ে ৭টায় মোহাম্মদপুর জামে মসজিদসংলগ্ন ঈদগাহে অনুষ্ঠিত হবে ঈদ জামাত। তবে বৃষ্টি হলে মসজিদ কমপ্লেক্সের ভেতরে এ জামাত হবে।
যেখানে সকাল সাড়ে ৭টায় জামাত
কারওয়ান বাজারের আম্বরশাহ শাহি জামে মসজিদ, মিরপুর-১২ ডি ব্লকের ঈদগাহ, কল্যাণপুর হাউজিং এস্টেট জামে মসজিদ, নয়াপল্টন জামে মসজিদ, মিরপুর-৬ কেন্দ্রীয় জামে মসজিদ, পশ্চিম আগারগাঁওয়ের দারুল ইমান জামে মসজিদ, মোহাম্মদপুর জয়েন্ট কোয়ার্টার মসজিদ-এ-তৈয়্যেবিয়া, মোহাম্মদপুর জহুরি মহল্লার বাইতুত তাইয়্যেব জামে মসজিদ, সায়েদাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরিফ জামে মসজিদ, কলাবাগান বশিরুদ্দিন রোড জামে মসজিদ, পুরান ঢাকার হাটখোলা ফকিরবানু আল ফালাহ জামে মসজিদ, ১২৭ পূর্ব শান্তিবাগের হাজি আব্দুল কাদির জামে মসজিদ কমপ্লেক্স এবং মিরপুর-১২ এ ব্লকের হারুন মোল্লাহ ঈদগাহ, পার্ক ও খেলার মাঠে।
সকাল পৌনে ৮টায় যেখানে জামাত
লালমাটিয়া ব্লক-জির মসজিদ-এ-বায়তুল হারাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাঠে। তবে আবহাওয়া খারাপ থাকলে বিশ্ববিদ্যালয় মাঠের জামাত হবে গেণ্ডারিয়া কমিউনিটি সেন্টারে।
যেখানে সকাল ৮টায় জামাত
বনানী কেন্দ্রীয় জামে মসজিদ, মগবাজার বিটিসিএল (সাবেক টিঅ্যান্ডটি) কলোনি জামে মসজিদ, ধানমণ্ডি ঈদগাহ, কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্ম, ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠ ও লক্ষ্মীবাজারের নূরানী জামে মসজিদ।