মুন্সীগঞ্জে দুস্থদের মধ্যে টাকা, বস্ত্র বিতরণ
মুন্সীগঞ্জ সদর উপজেলায় দুস্থ ব্যক্তিদের মধ্যে শাড়ি, লুঙ্গি ও টাকা বিতরণ করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাশ।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুর ১টায় শহরের জমিদারপাড়া পানির ট্যাংকি এলাকায় দরিদ্রদের মধ্যে ১০ হাজার শাড়ি, লুঙ্গি ও সাড়ে তিন লাখ টাকা বিতরণ করেন মৃণাল কান্দি দাশ।
এ সময় সংসদ সদস্যের সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক চৌধুরী আল মাহমুদ বাবু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন, শহর ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আবু বক্কর মিথুন প্রমুখ।