দুই মাস সরকারের কোনো সমালোচনা নয়
আগামী দুই মাস সরকারের সমালোচনা করা থেকে বিরত থাকতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। সেই সঙ্গে সরকার যাতে পুনরায় ক্ষমতায় আসতে পারে সেজন্য সমর্থন দেওয়ার অনুরোধ করেছেন তিনি।
আজ বুধবার রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তৌফিক-ই-ইলাহী। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বৃহস্পতিবার নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎ খাতের আটটি প্রকল্প উদ্বোধন করবেন। সে বিষয়ে জানাতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
আটটি প্রকল্পের মধ্যে সাতটি এরইমধ্যে কার্যক্রম শুরু করেছে এবং বৃহস্পতিবার একটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস, জ্বালানি সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান খালেদ মাহমুদ ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মঈন উদ্দিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
ড. তৌফিক-ই-ইলাহী বলেন, বর্তমান সরকার যদি আবারও ক্ষমতায় না আসে তাহলে চলমান উন্নয়নগুলো বজায় থাকবে না। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব উন্নয়ন সম্ভব হয়েছে। আমরা অতীতে এমন নেতৃত্ব দেখিনি এবং শেখ হাসিনার মতো এমন নেতৃত্ব আবার কখন দেখতে পাব তা জানি না।’
এ সময় প্রতিমন্ত্রী নসরুল হামিদ দাবি করেন, দেশের ৯৪ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা পেয়েছে। তবে তিনি স্বীকার করেন যে সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় দুর্বলতার কারণে দেশের অনেক জায়গা নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুৎ পাচ্ছে না। এ বিষয়ে কাজ চলছে এবং এ জন্য দুই বছর অপেক্ষা করতে হবে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী আরো স্বীকার করেন, সাম্প্রতিক সময়ে তরলীকৃত পেট্রলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বৃদ্ধি এক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। কারণ দাম নিয়ন্ত্রণে সরকারের কোনো কৌশল কার্যকর নেই। এ বিষয়েও কাজ চলছে বলে জানান তিনি।