মেহেরপুরে ‘বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী’ নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/11/06/photo-1541472791.jpg)
মেহেরপুর সদর উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই ব্যক্তি জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী।
গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নিশ্চিন্তপুর বটতলা মোড়ে এ ঘটনা বলে পুলিশের ভাষ্য।
নিহত ব্যক্তির নাম এনামুল হক এনা (৪২)। তিনি সদর উপজেলার শ্যামপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
‘বন্দুকযুদ্ধ’ সম্পর্কে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান দাবি করেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নিশ্চিন্তপুর বটতলা মোড়ে একদল মাদক ব্যবসায়ী অবস্থান করছে। তখন ডিবির একটি দল ঘটনাস্থলে পৌঁছলে মাদক ব্যবসায়ীরা তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। একপর্যায়ে ডিবি পুলিশ আত্মরক্ষার্থে গুলি করে। দুপক্ষের মধ্য ১০ মিনিট ধরে গোলাগুলি চলে।
‘পরে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী এনামুল হক এনাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।’
ওসি আরো দাবি করেন, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও ৬৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ সময় ডিবি পুলিশের তিন সদস্য আহত হন। আহতরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) ইব্রাহিম, কনস্টেবল সোহাগ মিয়া ও মাসুদ হাসান। আহতদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এনার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এনার বিরুদ্ধে মেহেরপুর সদর থানাসহ তিন থানায় হত্যাসহ আটটি মামলা রয়েছে বলেও জানান ওসি।