কুমিল্লায় এক রাতে বিএনপির ৬৩ নেতাকর্মী গ্রেপ্তার
কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়। ছবি : এনটিভি
কুমিল্লার দেবিদ্বার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনসহ ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে কুমিল্লা মহানগর ও জেলার ১৭ উপজেলার বিভিন্নস্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের নামে আলাদা আলাদা মামলা দেখানো হয়েছে। পরে আজ শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আজিমুল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শান্তি-শৃঙ্খলা ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বিপদগামীদের গ্রেপ্তার করছে পুলিশ। তারই ধারাবাহিকতায় গতকাল রাতে জেলার ১৭ উপজেলার বিভিন্ন জায়গা থেকে নাশকতার আশঙ্কার অভিযোগে ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আজ সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।’

মো. জালাল উদ্দিন, কুমিল্লা