মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নানি-নাতিসহ ৩ জন নিহত
মুন্সীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নানি-নাতিসহ তিনজন নিহত হয়েছে। আজ রোববার দুপুরে শ্রীনগরের ষোলঘর ও রাঢ়ীখাল এলাকায় দুটি দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিদুল ইসলাম জানান, উপজেলার ষোলঘর এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে আজ বেলা পৌনে ১টার দিকে বেপরোয়া একটি বাস দুজনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিন বছর বয়সী নাতি জিসানসহ নিহত হন নানি সালমা বেগম। এরা দুজনই দেউলভোগ এলাকার বাসিন্দা। বাসটি পালিয়ে যাওয়ায় তা শনাক্ত করা সম্ভব হয়নি।
এদিকে, শ্রীনগর-দোহার সড়কের রাঢ়ীখালে নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী মো. উজ্জ্বল (৩২)। আজ বেলা সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত উজ্জ্বল শ্রীনগর উপজেলার কুসুরীপাড়া এলাকার বাসিন্দা।