ফেসবুকে ভুয়া আইডি ব্যবহার, কলেজছাত্র গ্রেপ্তার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/09/28/photo-1443454718.jpg)
বান্দরবানে ফেসবুকে টুঙ্গিপাড়ার প্রতিধ্বনি নামক ভুয়া আইডি ব্যবহার করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার হওয়া কলেজছাত্র জমির উদ্দিন। ছবি : এনটিভি
বান্দরবানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া আইডি ব্যবহার করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার বিকেলে জেলা শহরের কাসেমপাড়া থেকে পুলিশ জমির উদ্দিন (২২) নামের ওই কলেজছাত্রকে গ্রেপ্তার করে। তাঁর বাড়ি ওই এলাকায়। জমির চট্টগ্রামের একটি বেসরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিক উল্লাহ জানান, জমির ফেসবুকে টুঙ্গিপাড়ার প্রতিধ্বনি নামক ভুয়া আইডি ব্যবহার করে সাম্প্রদায়িক উসকানিমূলক স্ট্যাটাস এবং রাষ্ট্রবিরোধী নানা অপকর্ম চালিয়ে আসছিল। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সে পুলিশের কাছে অভিযোগগুলো স্বীকার করেছে। তার বিরুদ্ধে সদর থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা হয়েছে।