সংবাদকর্মীদের আরো বেশি সচেতন হতে বললেন ঢাবি উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, সাংবাদিকরা প্রতিনিয়ত সত্যের মুখোমুখি হয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে থাকেন। বস্তুনিষ্ঠ সংবাদ পাওয়া না গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে ভুল করে। এজন্য সব সাংবাদিককে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
আজ বুধবার দুপুরে পঞ্চগড় সার্কিট হাউজে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন উপাচার্য।
আরেফিন সিদ্দিক বলেন, একজন সংবাদকর্মী সারা জীবন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এলেও একটি ভুল সংবাদ পরিবেশন করলে তার সারা জীবনের অর্জিত সুনাম ম্লান হয়ে যেতে পারে। এজন্য সংবাদকর্মীদের আরো বেশি সচেতন থাকতে হবে।
বর্তমান সরকারকে পরিপূর্ণ গণমাধ্যমবান্ধব সরকার হিসেবে অভিহিত করে উপাচার্য বলেন, এই সরকারই তথ্য কমিশন, তথ্য অধিকার আইন, গণমাধ্যম নীতিমালা প্রণয়ন করেছে।
মতবিনিময় সভায় পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, পুলিশ সুপার মো. গিয়াসউদ্দিন আহমদসহ জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।