মুন্সীগঞ্জে ২০০ কেজি ইলিশ উদ্ধার
মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজারে অভিযান চালিয়ে এক হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ২০০ কেজি ইলিশ মাছ উদ্ধার করেছে মৎস্য বিভাগ। আজ বৃহস্পতিবার সকালে ওই অভিযান চালানো হয়। তবে এ ব্যাপারে জড়িত কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন মৎস্য বিভাগের কর্মকর্তারা।
মুন্সীগঞ্জ সদর উপজেলার মৎস্য কর্মকর্তা মো. শাহজাদা খসরু জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সদর উপজেলার বাংলাবাজারে অভিযান চালিয়ে ২০০ কেজি ইলিশ মাছ উদ্ধার ও এক হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
দুপুর ১টায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল আল-মামুনের উপস্থিতিতে কারেন্ট জালগুলো পুড়িয়ে ফেলা হয়। পরে ২০০ কেজি ইলিশ মাছ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।