ভোটাধিকার হাইজ্যাক করেছে আওয়ামী লীগ : ড. কামাল
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/01/18/photo-1547830243.jpg)
জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, আওয়ামী লীগ রাষ্ট্রকে হাইজ্যাক করে মানুষের ভোটের অধিকারও হাইজ্যাক করেছে। এর মাধ্যমে তারা দেশের স্বাধীনতার ওপর আঘাত করেছে। সরকারকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানান তিনি।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মতিঝিলের ইডেন কমপ্লেক্সে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনের ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী সুব্রত চৌধুরীর নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন ড. কামাল হোসেন।
ড. কামাল হোসেন বলেন, মানুষের ভোটাধিকার হরণ সংবিধানের লঙ্ঘন। কসম করে বলছি বাংলাদেশে এটা করে কেউ পার পাবে না। সরকারকে আহ্বান জানাব, মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে দ্রুত সরে পড়ার জন্য।
গণফোরামের সভাপতি বলেন, দেশে নির্বাচনের নামে মহাডাকাতি হয়েছে, চলছে সবাইকে পরাধীন করার চেষ্টা। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ অবস্থাকে প্রতিহত করার আহ্বান জানান তিনি। সরকারকে অবিলম্বে পদত্যাগের আহবান জানান ডক্টর কামাল।
ড. কামাল হোসেন বলেন, ‘সারা দেশে মহাডাকাতি হয়েছে, আজকে এটা শুনতে হয়েছে। একজনও বলে নাই এখানে সুষ্ঠু নির্বাচন হয়েছে। অনুষ্ঠান করার ক্ষমতাও তাদের সাংবিধানিকভাবে নাই। তারা নিজেরা নির্বাচিত না। তারা রাষ্ট্রকে হাইজ্যাক করে জনগণের ভোটাধিকার হাইজ্যাক করছে। এদেশের স্বাধীনতার ওপর তারা আঘাত দিচ্ছে।’