টঙ্গিবাড়ি চ্যাম্পিয়ন, গজারিয়া রানারআপ
মুন্সীগঞ্জে আইজিপি কাপ (অনূর্ধ্ব ২১) আন্তথানা যুব কাবাডি প্রতিযোগিতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে টঙ্গিবাড়ি উপজেলা চ্যাম্পিয়ান এবং গজারিয়া উপজেলা রানারআপ হয়েছে।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সহযোগিতায় গত মঙ্গলবার তিনদিনব্যাপী এ খেলার উদ্বোধন হয়। এতে মোট ছয়টি দল অংশ নেয়। বৃহস্পতিবার বিকেলে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতার স্লোগান ছিল- ‘মাদকের নেশা ভুলে, মেতে থাকুন হেসে খেলে।’
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারের সভাপতিত্বে প্রতিযোগিতার সমাপনী অধিবেশনে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, অতিরিক্তি পুলিশ সুপার মো. আব্দুল হালিম, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিসুজ্জামান আনিস, সদর পৌর মেয়র এরাদত মানু, সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মাহফুজুর রহমান, এএসপি সামসুজ্জামান বাবু, এএসপি (ট্রাফিক) মো. মনিরুজ্জামান, সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার কাদের মোল্লা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট লাবলু মোল্লা, কাউন্সিলর নার্গিস আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট শাহিন মোহাম্মাদ আমান-উল্লাহ ও পুলিশ কর্মকর্তা (ডিআই-ওয়ান) মো. লুৎফর রহমান।