পুটখালী সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/01/30/photo-1422620949.jpg)
যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্তের ইছামতি নদী থেকে বাংলাদেশি এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার দুপুরে আলিম খন্দকার (৩০) নামের ওই গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আলিমকে পিটিয়ে হত্যার পর লাশ নদীতে ভাসিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত আলিম খন্দকার গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ইউসুফ খন্দকারের ছেলে।
২৩ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রহিম এনটিভিকে জানান, ভোরে ভারত থেকে গরু নিয়ে ফেরার সময় বিএসএফের আংরাইল ক্যাম্পের সদস্যরা আলিমকে আটক করেন। পরে পিটিয়ে জখম করে তাঁকে ইছামতি নদীতে ফেলে দেন। সকালে লাশ দেখে স্থানীয়রা বিজিবি ও পুলিশকে খবর দিলে দুপুর ১টায় তা উদ্ধার করা হয়।
যোগাযোগ করা হলে পুটখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. লিয়াকত আলী বলেন, ‘আমি খবর পালাম, চরের মাঠে একটি লাশ আছে, ওখানে যাইতে হবে। এমতাবস্থায় আমরা বিজিবিতে খবর দিয়া আসলাম। এসে আমরা ফিল্ডে দেখতে পাই যে বিএসএফ ধরে তাকে নির্যাতন দিয়ে মেরে আমাদের নদীর কান্দায় (তীরে) থুয়ে গেছে।’
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, নিহতের শরীর ও মাথায় আঘাতের চিহ্ন আছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।