মুন্সীগঞ্জের ১৮৬টি পূজামণ্ডপ ঝুঁকিপূর্ণ
মুন্সীগঞ্জ জেলায় এবার সর্বাধিক ২৭৯টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হতে যাচ্ছে। এর মধ্যে পুলিশ প্রশাসন ৭৫টি মণ্ডপকে অতি ঝুঁকিপূর্ণ ও ১১১টিকে ঝুঁকিপূর্ণ বলে চিহিত করেছে।
আজ শনিবার দুপুরে জেলা পুলিশ লাইন সভাকক্ষে জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার এই তথ্য জানান।
হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষে মুন্সীগঞ্জ জেলা পুলিশ আজ সেখানে পূজা উদযাপন পরিষদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করে।
পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার বলেন, জেলার সবকটি পূজামণ্ডপে এবার কঠোর নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহীন, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট অজয় চক্রবর্তী প্রমুখ।