চট্টগ্রামে চালবাহী ট্রাক খাদে, নিহত ৭
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/10/12/photo-1444631096.jpg)
চট্টগ্রামের মিরসরাইয়ে দুর্ঘটনা কবলিত সেই ট্রাক। ছবিটি আজ ১২ অক্টোবর-২০১৫, সোমবার তোলা। ছবি : ফোকাস বাংলা
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় চালবাহী ট্রাক খাদে পড়ে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন গাইবান্ধার কালাম, সাইদুল, রুবেল, দীপু, মনির, আলম ও বগুড়ার আজাদ।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফরিদউদ্দিন জানান, ভোরে একটি চালবাহী ট্রাক দক্ষিণ সোনাপাহাড় ঘরতাকিয়া এলাকায় গেলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা ১১ ব্যক্তির মধ্যে সাতজন চালের বস্তার নিচে চাপা পড়ে মারা যায়। সবাই ট্রাকে চালের বস্তার ওপর বসে ছিলেন। ট্রাকে থাকা অন্য চারজন সামান্য আহত হয়েছেন।
দুর্ঘটনার পরপর ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যায়। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ফরিদউদ্দিন।