রামগতিতে ইউপি নির্বাচনে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়ন নির্বাচনের ভোট চলাকালে আজ বৃহস্পতিবার দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি : এনটিভি
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়ন নির্বাচনের ভোট চলাকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরে পশ্চিম চরগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এ সংঘর্ষ হয়। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়।
এ সময় পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী লাঠিপেটা করে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
সংঘর্ষে আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও রামগতি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ নিয়ে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
সদর হাসপাতালের চিকিৎসক আনোয়ার হোসেন জানান, কয়েকজনের দেহে ছররা গুলির চিহ্ন রয়েছে।
তবে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন এনটিভি অনলাইনকে জানান, ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।