টাঙ্গাইলে ‘জেএমবি সদস্য’ গ্রেপ্তার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/10/17/photo-1445067283.jpg)
টাঙ্গাইলের নাগরপুর এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য’ মিনহাজুল ইসলাম ওরফে সাজিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা সাজিদকে গ্রেপ্তার করেন।
চট্টগ্রাম ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) বাবুল আক্তার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ৫ অক্টোবর চট্টগ্রামের কর্ণফুলী থানার খোয়াজনগরে জেএমবির আস্তানায় অভিযান চালিয়ে আটটি গ্রেনেড ও বোমা তৈরির সরঞ্জামসহ পাঁচজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে ফুয়াদ নামের একজনের স্বীকারোক্তি অনুযায়ী সাজিদের অবস্থান শনাক্ত করে পুলিশ। এর জের ধরে সাজিদকে নাগরপুর থেকে আটক করা হয়েছে।
বাবুল আক্তার আরো জানান, গত ২৩ সেপ্টেম্বর চট্টগ্রামের সদরঘাটে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে সশস্ত্র ডাকাতি হয়। ডাকাতির সময় খুন হন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক। এ ঘটনায় নিজেদের বোমার আঘাতে দুই ছিনতাইকারীও নিহত হন। এ ঘটনার পর থেকে অন্যতম সন্দেহভাজন সাজিদ পলাতক ছিলেন।
ডিবির এ কর্মকর্তা আরো বলেন, সাজিদকে আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড চাবে পুলিশ।