অপারেশন ডেভিল হান্ট : গাজীপুরে এ পর্যন্ত আটক ৭৫
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/09/gazipur.jpg)
গাজীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগের হামলার পর এবং অপারেশন ডেভিল হান্ট অভিযানে এ পর্যন্ত ৭৫ জনকে আটক করা হয়েছে।
আজ রোববার (৯ ফেব্রুয়ারি) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি) আমির হোসেন এবং গাজীপুর জেলার পুলিশ সুপার চৌধুরী জাবের সাদেক এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকদের মধ্যে ৩৫ জন গাজীপুর মহানগরের। এর মধ্যে ১৬ জনকে অপারেশন ডেভিল হান্ট অভিযান শুরুর আগেই আটক করা হয়েছিল। এছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাইরে কালিয়াকৈর, কাপাসিয়া, শ্রীপুর, কালিগঞ্জ ও জয়দেবপুর থানা এলাকা থেকে ৪০ জনকে আটক করা হয়েছে।
এদিকে গ্রেপ্তার আতঙ্কে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গ্রামের বাড়ি ধীরাশ্রম এলাকা পুরুষ শূন্য হয়ে পড়েছে। অধিকাংশ বাড়িতে এখন তালা ঝুলছে। কোনো কোনো এলাকায় দোকানপাট বন্ধ রয়েছে। গত রাতে ধীরাশ্রম এলাকায় অভিযান চালিয়েছে যৌথবাহিনী।
এর আগে গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে গাজীপুর মেট্রো সদর ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলায় আহত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন শিক্ষার্থী। তারা জানান, আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে লুটপাট করা হচ্ছে এমন সংবাদ তাদেরকে জানানো হয়। খবর পেয়ে তারা সেখানে যান। তাদেরকে ফাঁদে ফেলে আটকে রেখে মারধর করা হয়। এ ঘটনার পরদিন শনিবার গাজীপুরে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। হামলায় জড়িত ১৬ জনকে আটক করা হয়।
তবে গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আ ক ম মোজাম্মেল, রাসেল, জাহাঙ্গীরসহ সকলকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। সেই ঘটনার পরপরই সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ ঘোষণা করে সরকার।