বলাকা ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশনে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকার সঙ্গে ময়মনসিংহের ট্রেন যোগাযোগ বন্ধ হওয়ার তিন ঘণ্টা পর ফের চালু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটার তিন ঘণ্টা পর আবার তা চালু হয়। শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শামীম এনটিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ট্রেনের একাধিক যাত্রী জানান, শনিবার বিকেল চারটার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেন শ্রীপুরের কাওরাইদ স্টেশনে প্রবেশ করে। কাওরাইদ স্টেশন ছাড়া মাত্রই ট্রেনের ইঞ্জিনে বিকট শব্দ হয়। এরপরই ট্রেনের গতি কমে গিয়ে ইঞ্জিনে থাকা মবিল ছড়িয়ে ছিটিয়ে ট্রেনের যাত্রীদের গায়ে পড়তে থাকে।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শামীম জানান, ট্রেনটি বিকল হয়ে যাওয়ার পর বিকল্প ইঞ্জিন এনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। এতে প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে। এখন ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

নাসির আহমেদ, গাজীপুর