বিএনপি-জামায়াত গণহত্যা চালাচ্ছে : প্রধানমন্ত্রী
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/26/photo-1424937204.jpg)
বিএনপি-জামায়াত জোট আন্দোলনের নামে গণহত্যা চালাচ্ছে অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটা কারো পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে চতুর্থ আন্তর্জাতিক প্লাস্টিক সার্জারি সম্মেলনে তিনি এসব কথা বলেন।
চারদিনের এই সম্মেলনের আয়োজন করে সোসাইটি অব প্লাস্টিক সার্জনস বাংলাদেশ। বিএনপি-জামায়াতকে উদ্দেশ করে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে যখন আন্দোলনের নামে শত শত মানুষকে আগুনে পোড়ানো হচ্ছে, ঠিক সে সময় এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, যা খুবই তাৎপর্যপূর্ণ।’
এ সময় সরকার পরিচালনায় কোনো ব্যর্থতা না থাকা সত্ত্বেও কাকে উৎখাতের জন্য এই আন্দোলন, সে বিষয়েও প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা দেশ চালাতে ব্যর্থ হলে সরকার উৎখাতের জন্য তারা আন্দোলন করত। কিন্তু বাংলাদেশে ব্যর্থতার কোনো চিহ্ন নেই।’
শেখ হাসিনা বলেন, ‘এটা তো মানুষ খুন করা, এরা খুনের দায়ে অভিযুক্ত। এটা গণহত্যা, গণহত্যা করে যাচ্ছে বিএনপি-জামায়াত জোট। এ অবস্থা কখনো, কারো পক্ষে, কোনো মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব না।’ এ সময় আগুনে পোড়া ভুক্তভোগী ও তার পরিবার উভয়কেই সরকারের পক্ষ থেকে সাহায্য করা হবে বলে জানান প্রধানমন্ত্রী।