কলায় ক্ষতিকর রাসায়নিক স্প্রে করায় জরিমানা
চাঁদপুরে কলায় ক্ষতিকর রাসায়নিক স্প্রে ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ শনিবার (১ নভেম্বর) দুপুরে চাঁদপুর সদরের বাবুরহাট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
আল ইমরান জানান, বাবুরহাট বাজারে অভিযান চালিয়ে দেখা যায়, ‘মায়ের দোয়া ফলের আড়ত’ নামে একটি প্রতিষ্ঠান কলায় ক্ষতিকর রাসায়নিক স্প্রে ব্যবহার করছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ‘মেসার্স মাহবুব সীড স্টোর’ নামে আরেক প্রতিষ্ঠান মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
আরও পড়ুন : ‘নির্বাচন এলেই একটি দল ইসলামকে ব্যবহার করে বিভক্তি সৃষ্টি করতে চায়’
জরিমানার পাশাপাশি অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর মালিকরা ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। এ সময় অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কাজ থেকে বিরত থাকার জন্য লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আরিফুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে।

শরীফুল ইসলাম, চাঁদপুর