রসমালাই খেয়ে অসুস্থ ৫ জন, দোকান সিলগালা

রসমালাই খেয়ে পাঁচজন অসুস্থ হওয়ার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিঙ্গারবিল বাজারের ‘রংধনু বেকারি অ্যান্ড সুইট হাট’ সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (২২ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ দুপুরে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অভিযানের সময় বেকারির ভেতরে চরম অস্বাস্থ্যকর পরিবেশ, খোলা জায়গায় খাদ্যদ্রব্য সংরক্ষণ, অপরিষ্কার পরিবেশসহ নানা অনিয়ম ধরা পড়ে। সবচেয়ে ভয়াবহ দৃশ্য ছিল মিষ্টির শিরায় মৃত তেলাপোকা। এই শিরা দিয়েই মিষ্টি তৈরি ও বিক্রির প্রস্তুতি নিচ্ছিল প্রতিষ্ঠানটি।
এ ছাড়া প্রস্তুতকারীদের কারও হাতে দস্তানা ছিল না, তারা স্বাস্থ্যবিধি বা ড্রেস কোডও মানছিলেন না। এসব অপরাধের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা ও সাময়িকভাবে সিলগালা করা হয়।
গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) ওই দোকানের রসমালাই খেয়ে পাঁচজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং এ নিয়ে এনটিভি অনলাইনসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, নিম্নমানের উপকরণ ও অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত করা খাবার মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে।