ভোক্তা অধিকারের অভিযানে ৪ ফার্মেসি ও ইলেকট্রনিক্স দোকানকে জরিমানা

পাবনার ঈশ্বরদীতে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ রাখার অভিযোগে চারটি ফার্মেসি এবং একটি ইলেকট্রনিকস দোকানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকা ও ঠাকুরবাড়ী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় চারটি ফার্মেসিকে ১৪ হাজার টাকা এবং একটি ইলেকট্রনিক্স দোকানে জেবি ক্যাবলে এমআরপি ও ওজন না লেখা থাকায় ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। এ সময় সেনাবাহিনী, পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা তাকে সহযোগিতা করেন।
অভিযান চলাকালে কিছু ফার্মেসি বন্ধ করে পালিয়ে যায় মালিক-কর্মচারীরা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সহকারী পরিচালক।
অভিযান শেষে সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি এনটিভি অনলাইনকে জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফার্মেসি মালিকদের জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
এ ছাড়া কাঁচাবাজার ও মুদি দোকানেও ব্যবসায়ীদের সতর্ক করা হয়।