চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু
মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাখালী ইউনিয়নের কেওয়ার এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝিনুক বেগম (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টায় দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, নিহত ঝিনুক বেগম মুন্সীগঞ্জ সদরের নয়াগাঁও এলাকার আবদুল কাদেরের স্ত্রী। তাঁর বাবার বাড়ি বড় কেওয়ার ঢালী বাড়ি এলাকায়। সকালে বাপের বাড়ি থেকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসক দেখাতে যাওয়ার পথে তাঁকে বহনকারী অটোরিকশার সঙ্গে ওড়না পেঁচিয়ে তাঁর মৃত্যু হয়।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইউনুচ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গৃহবধূর মৃতদেহ তাঁর শ্বশুরবাড়ি নিয়ে গেছে। দাফনের প্রক্রিয়া চলছে।