নিখোঁজ হওয়ার ৫৩ দিন পর যুবকের লাশ উদ্ধার
নিখোঁজ হওয়ার ৫৩ দিন পর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের শিবপুর বড়াইবিল থেকে হারুন শেখ (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে হারুনের লাশ উদ্ধার করা হয়। নিহত হারুনের একই ইউনিয়নের মঠবাড়ী গ্রামের বাসিন্দা।
বালিয়াকান্দি থানা সূত্র জানায়, গত ১ সেপ্টেম্বর রাত থেকে হারুন শেখের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পেশায় হারুন নসিমনচালক হলেও দিনের বেলায় নসিমন চালাতেন আর রাতে বারমল্লিকা গ্রামে আবুল কাশেমের খামারে শ্রমিক হিসেবে কাজ করতেন।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শিবপুর বড়াইবিল থেকে লাশটি উদ্ধার করে। কাশেমের সঙ্গে হারুনের স্ত্রীর পরকীয়া সম্পর্কের কারণেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। ধারণা করা হচ্ছে, যেদিন থেকে হারুন নিখোঁজ হন সেদিনই তাঁকে হত্যা করা হয়েছিল। এ ঘটনার পর থেকেই আবুল কাশেম এখনো পলাতক। পুলিশ কাশেমকে আটক করার চেষ্টা করছে।
ওসি জাহিদুল ইসলাম আরো জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বালিয়াকান্দি থানার একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।