সন্ত্রাসী ও জঙ্গিতৎপরতা বন্ধ হতে বাধ্য : বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আজ বৃহস্পতিবার রাজধানীতে বাংলাদেশ-ফিলিপাইন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবি: এনটিভি
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘আজকে যেটা বাংলাদেশে হচ্ছে তা রাজনীতি নয়। এটা একটা সন্ত্রাসী তৎপরতা। জঙ্গিতৎপরতা। এটা একটা নাশকতামূলক কাজ। এটা বন্ধ হতে বাধ্য।’
আজ বৃহস্পতিবার রাজধানীতে বাংলাদেশ-ফিলিপাইন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিপিসিসিআই)-এর উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘কোনো অন্যায় কাজ দীর্ঘদিনের জন্য চলে না। এটা স্বাভাবিক হতে বাধ্য। আমরা আমাদের জীবনে ছাত্র আন্দোলন করেছি। কিন্তু রাজনীতি রাজনীতির মতো ছিল।’
