মুন্সীগঞ্জ সদর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন
মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। আজ শনিবার দুপুরে মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকায় এই সম্মেলন হয়।
সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবদুল হাই। বিপুল উৎসাহ-উদ্দীপনায় হাজার হাজার সমর্থক ও তৃণমূল নেতা-কর্মীর সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সভাপতি নির্বাচিত হন মহিউদ্দিন আহমেদ। সাধারণ সম্পাদক পদে দুজন প্রার্থী থাকায় তৃণমূল নেতাদের ভোটের মাধ্যমে মো. মাহাবুবুর রহমান খান নির্বাচিত হন।
১০১ সদস্যবিশিষ্ট এই কমিটির অন্যান্য সদস্য সভাপতি ও সাধারণ সম্পাদকের হাত ধরে নির্বাচিত হবেন বলে জানা গেছে।