লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের মধ্যে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ কুইজ প্রতিযোগিতা

লক্ষ্মীপুরে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রায়পুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আজ শনিবার সকাল ১০টায় মার্চেন্টস একাডেমিতে এ কুইজের আয়োজন করা হয়।
পরে দুপুরে জেলা পরিষদের মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। প্রতিযোগিতায় উপজেলার ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪২০ জন ছাত্রছাত্রী অংশ নেয়। পরে বিজয়ী প্রথম ২০ জনকে ল্যাপটপ, নোট বুক, স্কুল ব্যাগ ও অংশগ্রহণকারী প্রত্যেককে বই দেওয়া হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ বিন জাকারিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন।
এ সময় বক্তব্য দেন রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খোকন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, পৌরসভার সাবেক মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠান, যুবলীগ নেতা শেখ জামাল রিপন, তানভীর হায়দার চৌধুরী রিংকু, জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস প্রমুখ।