লক্ষ্মীপুরে ১৬৫ ছাত্রছাত্রীকে শিক্ষাবৃত্তি প্রদান
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চণ্ডীপুর ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আজ রোববার শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়। ছবি : এনটিভি
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চণ্ডীপুর ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ১৬৫ জন ছাত্রছাত্রীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। আজ রোববার চণ্ডীপুর গ্রামে চড়ুইভাতি (বনভোজন) আয়োজনের সময় ওই বৃত্তি দেওয়া হয়।
শিক্ষার মানোন্নয়নে ২৫ বছর ধরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এ বৃত্তি দিয়ে আসছে ক্লাবটি।
কুমিল্লা এফডাব্লিউভিটিআই প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ গিয়াস উদ্দিন পাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামাপ্রদ দে। এ সময় বক্তব্য দেন মোহাম্মদ কামরুল আহসান, জাহিদুর রহমান শাহিন ও জসিম উদ্দিন বনফুল প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অর্থ ও সনদ দেওয়া হয়।
৩৪ বছর আগে চণ্ডীপুর ফ্রেন্ডস ক্লাব প্রতিষ্ঠা করা হয়। এরপর থেকে সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে তারা।

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর