অভিজিৎ রায় হত্যার ঘটনায় মামলা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/27/photo-1425022959.jpg)
ব্লগার অভিজিৎ রায়কে হত্যার ঘটনায় মামলা করেছেন তাঁর বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক অজয় রায়। আজ শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর শাহবাগ থানায় এই মামলা দায়ের করা হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, সংখ্যা উল্লেখ না করে অজ্ঞাত দুর্বৃত্তদের আসামি করে মামলাটি করা হয়েছে। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার গোলদারকে এ মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সুব্রত কুমার গোলদার এনটিভি অনলাইনকে বলেন, এখন অভিজিৎ রায়ের লাশের ময়নাতদন্ত করা হচ্ছে। এর পর ঘটনাস্থল পরিদর্শন করবেন তিনি। কাউকে সন্দেহ করছেন কি না, এ প্রশ্নের জবাবে সুব্রত কুমার বলেন, এখন এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্ত শেষে তদন্তের পরবর্তী কার্যক্রম শুরু করবেন বলে জানান তিনি।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় একদল দুর্বৃত্ত কুপিয়ে হত্যা করে অভিজিৎ রায়কে। তিনি মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের সাবেক অধ্যাপক ড. অজয় রায়ের ছেলে।
ওই ঘটনায় অভিজিৎ রায়ের স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকেও জখম করে দুর্বৃত্তরা। রাফিদা আহমেদের অবস্থাও আশঙ্কাজনক।
ঢামেক জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোহেল আহমেদ এনটিভি অনলাইনকে জানান, অতিরিক্ত রক্তক্ষরণ এবং মস্তিষ্কে আঘাতের কারণে অভিজিতের মৃত্যু হয়। তাঁর মাথায় কমপক্ষে নয়টি আঘাতের চিহ্ন ছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, অভিজিৎ তাঁর লেখার জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন মহল থেকে হুমকি পেয়ে আসছিলেন। লেখালেখির কারণেও তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তিনি সাংবাদিকদের জানান।