পঞ্চগড়ে আইজিপি কাপ কাবাডি টুর্নামেন্ট শুরু

ছবি : এনটিভি
পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে সোমবার থেকে শুরু হয়েছে আইজিপি কাপ কাবাডি টুর্নামেন্ট। গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলাগুলোকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পঞ্চগড় জেলা
পুলিশ এই টুর্নামেন্টের আয়োজন করে। উদ্বোধনী খেলায় তেঁতুলিয়া থানা ৫৮-১৬ পয়েন্টে বোদা থানাকে হারিয়ে জয়লাভ করে।
রংপুর রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক মো. হুমায়ুন কবির প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় পঞ্চগড়ের জেলা
প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, পুলিশ সুপার মো. গিয়াসউদ্দিন আহমদ, পৌর মেয়র মো. তৌহিদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সায়খুল ইসলাম, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশ নিচ্ছে। অন্য দলগুলো হচ্ছে পঞ্চগড় সদর, দেবীগঞ্জ, আটোয়ারী উপজেলা ও দশমাইল সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাব।