রোনালদো না মেসি, আসিফ মাহমুদের প্রিয় ফুটবলার কে?

তারুণ্যের ডানায় ভর দিয়ে দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওশার স্বপ্ন দেখছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উপদেষ্টা পরিচয় বাইরে রাখলে তিনিও খেলাধুলার ভক্ত। ভালোবাসেন খেলা দেখতে। খেলার জন্য ছোটবেলায় পরিবারের আদুরে শাসনও পেয়েছেন।
'কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৪'- প্রদান করা হয়েছে আজ শুক্রবার (১১ এপ্রিল)। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসিফ মাহমুদ। সেখানে প্রশ্নোত্তর পর্বে তার কাছে জানতে চাওয়া হয় প্রিয় খেলা ও খেলোয়াড় সম্পর্কে।
আসিফ মাহমুদ জানান, তার প্রিয় খেলা ফুটবল। প্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। ক্রীড়াবিদ হওয়ার সুযোগ পেলে ফুটবলকেই বেছে নেওয়ার কথা জানান তিনি।
খেলার জন্য ছোটবেলায় মার খেয়েছেন কি না জানতে চাইলে ক্রীড়া উপদেষ্টা বলেন, 'বাসায় হোমওয়ার্ক না করে খেলতে যাওয়ার কারণে, আমার মনে হয় শতভাগ না হলেও ৯৫ ভাগ মানুষ মার খেয়েছেন।'