রাজবাড়ীতে ‘চরমপন্থী’ নেতার কাছ থেকে আরো চার অস্ত্র উদ্ধার
রাজবাড়ীর গোয়েন্দা (ডিবি) পুলিশ গতকাল সোমবার রাতে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার আকরাম হোসেনের কাছ থেকে আরো চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। আকরাম হোসেনের বাড়ি গোয়ালন্দের চরআন্ধারমানিক গ্রামে।
উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে সাতটি গুলিসহ একটি পাইপগান, দুটি ওয়ান শ্যুটারগান ও একটি বিদেশি রিভলবার। এই নিয়ে তাঁর কাছ থেকে আট ঘণ্টার ব্যবধানে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হলো।
ডিবি পুলিশ জানায়, রাতে এই অস্ত্র উদ্ধারের সময় আকরামের সহযোগীরা তাঁকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর গুলি ছুড়লে পুলিশও পাল্টা ৯টি গুলি ছোড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে দুর্বৃত্তদের ছোড়া আটটি গুলির খোসা উদ্ধার করে। এ ঘটনায় দৌড়াদৌড়ি ও ছোটাছুটি করতে গিয়ে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) নিজামউদ্দিন, কামাল হোসেন ও এক কনস্টেবল আহত হন।
এর আগে গত সোমবার দুপুরে আকরামকে গ্রেপ্তারের পর তাঁর কাছ থেকে চারটি গুলিসহ নাইন এমএম বোরের একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। রাতে তাঁকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে বের হয়ে পাচুরিয়া ও আন্ধারমানিক গ্রামের বিভিন্ন স্থান থেকে উল্লেখিত চারটি অস্ত্র উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ীর পুলিশ সুপার জিহাদুল কবির জানান, প্রকৃতপক্ষে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার আকরাম হোসেন একজন চাঁদাবাজ। পদ্মার চরসহ পাবনা মানিকগঞ্জ ও রাজবাড়ীর চরাঞ্চলে চাঁদাবাজি করে বেড়াতেন। সম্প্রতি তাঁরা মাওবাদী বলশেভিক রি-অর্গানাইজেশন মুভমেন্ট (এমবিআরএম) নামের একটি দল গঠন করে অস্ত্রের মাধ্যমে চাঁদাবাজি করে বেড়াতেন। তবে এর সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। এ ব্যাপারে আকরামের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে।
পুলিশ সুপার জানান, জেলায় অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।