সীতাকুণ্ডে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষ, একজন নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/10/30/photo-1446200553.jpg)
চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা বাইপাস এলাকায় যাত্রীবাহী একটি বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩০ জন।
আজ শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তিদের মধ্যে ১১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহত অন্যদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সীতাকুণ্ডের বার আউলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ উল্লাহ বলেন, সকালে নেত্রকোনা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কুমিরা বাইপাস এলাকায় ঢাকামুখী কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। খবর পেয়ে স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
ওসি আরো বলেন, দুর্ঘটনার পর দুই গাড়ির চালক ও সহকারীরা পালিয়ে যান। বাস ও কাভার্ডভ্যান দুটি জব্দ করেছে পুলিশ।