নাশকতার মামলায় রাবি শিবিরের ৩ কর্মী জেলহাজতে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলের ইসলামী ছাত্রশিবিরের তিন কর্মীকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। আজ শুক্রবার দুপুরে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।
গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাদিসুর রহমান, আমিনুল ইসলাম ও শাফিউল্লাহ হক।
গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে শামসুজ্জোহা হলের পূর্ব পাশে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এরপর হলের কয়েকটি কক্ষে তল্লাশি চালান ছাত্রলীগের নেতা-কর্মীরা। তারা হলের তিনটি কক্ষে ভাঙচুর চালান। এ সময় তাঁরা ১৬৪ নম্বর কক্ষ থেকে শিবিরের বই ও নথি উদ্ধার করেন। পরে ভাঙচুর করা কক্ষগুলোতে রাত ১টার দিকে পুলিশ তল্লাশি চালিয়ে শিবিরকর্মী সন্দেহে ওই তিন শিক্ষার্থীকে আটক করে।
নগরী মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এনটিভি অনলাইনকে বলেন, আটক শিবিরকর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। তাঁরা সবাই শিবিরকর্মী বিষয়টি নিশ্চিত হওয়ার পর চলতি বছরের ৬ জানুয়ারি করা একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

রাবি সংবাদদাতা