ইস্ট বেঙ্গলকে হারিয়ে চট্টগ্রাম আবাহনী চ্যাম্পিয়ন
রাত সাড়ে ৯টা। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম দুলে উঠল। না, কোনো ভূমিকম্পে নয়। নিজেদের শহরে নিজেদের ক্লাব চট্টগ্রাম আবাহনীর দুর্দান্ত নৈপুণ্য কেবল চট্টগ্রাম নয়, দুলিয়ে দিয়েছে সারা দেশকে।
ভারতের অন্যতম ফুটবলশক্তি ইস্ট বেঙ্গলকে ৩-১ গোলে হারিয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের ফাইনাল জিতে নিয়েছে চট্টগ্রাম আবাহনী। সাগরপাড়ের আবাহনীর দাপটে রীতিমতো উড়ে গেছে ওপার বাংলার ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল।
১১ দিনের আয়োজন শেষে ফাইনালটা আসলে হয়ে যায় বাংলাদেশ ও ভারত ম্যাচ। এ কারণে ফাইনাল ঘিরে আগ্রহ ছিল ফুটবলপ্রেমীদের।
শুরুতে ইস্ট বেঙ্গলই এগিয়ে ছিল। অভিনব বাগের গোলে ম্যাচের প্রথমার্ধে এগিয়ে ছিল ইস্ট বেঙ্গল। এরপর ইস্ট বেঙ্গলের তারকা ফুটবলার রফিকের নেতৃত্বে বেশ কয়েকটি আক্রমণ করে ইস্ট বেঙ্গল।
প্রথমার্ধের শেষ দিকে জাহিদ, হেমন্তদের আক্রমণগুলো ফিরিয়ে দিচ্ছিলেন ইস্ট বেঙ্গলের গোলরক্ষক দিবেন্দু সরকার। কিন্তু প্রথমার্ধের একেবারে শেষদিকে আবাহনীর কিংসলের হেড ঠেকাতে পারেনি দিবেন্দু। স্কোর লাইন ১-১।
দ্বিতীয়ার্ধে আরো গোছানো ছিল চট্টগ্রাম আবাহনী। ৫৪ মিনিটে আবারও কিংসলে গোল করে এগিয়ে দেন আবাহনীকে। এম এ আজিজ স্টেডিয়াম তখন থেকেই শুরু করে উৎসব। স্কোর লাইন ২-১।
তবে গল্পের যে আরো বাকি ছিল। এমন একটা মুহূর্তে দেশের কেউ গোল করবে না তা কি হয়! ৫৭ মিনিটের সময় দেশসেরা তরুণ ফুটবলার হেমন্তর অসাধারণ হেড প্রতিরোধ করতে পারেননি দিবেন্দু। ৩-১ গোলের দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে শফিকুল ইসলাম মানিকের দল। ফাইনালের সেরা ফুটবলার ঘোষণা করা হয় কিংসলেকে।
খেলা শেষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই দলকেই ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।