আইফোন ১৬ উপহার পেলেন বরিশালের ক্রিকেটাররা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/08/fortune_barishal_0.jpg)
রীতিমতো উড়ছে ফরচুন বরিশাল। বিপিএলে টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে তারা। টুর্নামেন্টের ইতিহাসে তৃতীয় দল হিসেবে টানা চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছে বরিশাল। এর আগে ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স টানা দুইবার বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল।
এমন অর্জনে বরিশালের সব ক্রিকেটারকে উপহার দিয়েছেন দলের মালিক মিজানুর রহমান। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) সব ক্রিকেটারের হাতে পৌঁছে গেছে আইফোন ১৬। শুধু ক্রিকেটার নন, আইফোন ১৬ উপহার পেয়েছেন টিম ম্যানেজমেন্টের সদস্যরাও।
এর আগে গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএলের ফাইনালে চিটাগং কিংসকে ৩ উইকেটে হারায় বরিশাল। অন্যদিকে, এক যুগ পর ফাইনালে উঠে এবারও শূন্য হাতে বিদায় নিতে হলো বন্দরনগরীর দল চিটাগংকে।
গতবার বিপিএল জেতার পর কাপ নিয়ে বরিশাল যাওয়া হয়নি তামিম ইকবালদের। এবার অবশ্য যাওয়ার পরিকল্পনা আছে তাদের। ম্যাচশেষে তামিম বলেছিলেন, ‘আমরা গতবার বিপিএল জেতার পর বরিশাল আসতে পারিনি। এখন পর্যন্ত আমরা ঠিক করেছি, ৯ তারিখে (রোববার) আসব বরিশাল। আশা করি, বরিশালে যারা আছেন সবাই থাকবেন আমাদের স্বাগত জানানোর জন্য। সব যদি ঠিক থাকে, এই ৯ তারিখে আপনারা আমাদের কাপসহ দেখতে পারবেন।’