চমক দিয়ে অধিনায়কের নাম ঘোষণা করল নোয়াখালী এক্সপ্রেস
প্রথমবার বিপিএলে দল পেয়েছে নোয়াখালী এক্সপ্রেস। প্রথম আসরেই দল গঠনে বেশ চমক দেখিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আগামীকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠছে বিপিএলের। প্রথম দিনই মাঠে নামছে নোয়াখালী, এর আগে আজ চমক দিয়ে অধিনায়কের নাম ঘোষণা করল নোয়াখালী।
দলটিতে মোহাম্মদ নবী, জনসন চার্লস, সৌম্য সরকার, জাকের আলীদের মতো অভিজ্ঞ তারকারা রয়েছে অধিনায়ক হওয়ার তালিকায়। তবে সেসব তারকারা নয়, নোয়াখালী অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে আলোচনার বাইরে থাকা সৈকত আলীকে।
৩২ বছর বয়সী এই ব্যাটার মিডিয়াম পেসে বলও করতে পারেন। অতীতে বিপিএল খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে। বয়সভিত্তিক পর্যায়ে দেশের হয়ে খেললেও কখনও সুযোগ পাননি জাতীয় দলে।
নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াড
দেশি ক্রিকেটার : সৈকত আলী (অধিনায়ক), সৌম্য সরকার, হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, হাবিবুর রহমান সোহান, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ আবু হাসিম, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, মেহেদী হাসান রানা, সাব্বির হোসেন ও রহমতুল্লাহ আলী।
বিদেশি ক্রিকেটার : জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), ইহসানুল্লাহ খান (পাকিস্তান), হায়দার আলী (পাকিস্তান), মোহাম্মদ নবী (আফগানিস্তান), মাজ সাদাকাত (পাকিস্তান), জাহির খান (আফগানিস্তান), ইবরার আহমেদ (আরব আমিরাত), বিলাল সামি (আফগানিস্তান), সেদিকুল্লাহ অটল (আফগানিস্তান)।

স্পোর্টস ডেস্ক