দায়িত্ব নিয়েই চট্টগ্রামের অধিনায়কের নাম ঘোষণা করল বিসিবি
দেশের ক্রিকেট পাড়ায় এখন ‘টক অব দ্যা টেবিল’ চট্টগ্রাম রয়্যালস। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্কর) সকালে আর্থিক সমস্যার কারণে দল পরিচালনা করতে অপরাগতা প্রকাশ করেছে ম্যানেজমেন্ট। দায়িত্ব নিয়েছে বিসিবি। দায়িত্ব নিয়েই অধিনায়কের নাম ঘোষণা করল তারা।
নতুন করে চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব নিয়ে দলটির কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মিজানুর রহমান বাবুলকে। টিম ডিরেক্টর করা হয়েছে হাবিবুল বাশার সুমনকে, আর টিম ম্যানেজার করা হয়েছে নাফিজ ইকবালকে। এবার তারা অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে শেখ মেহেদীকে।
চট্টগ্রামের অধিনায়ক বাছাইয়ে খুব বেশি চমক দেখা যায়নি। কারণ আগে থেকেই দলটির অধিনায়কত্বের আলোচনায় ছিলেন মেহেদী। হলোও সেটিই– বিপিএলে প্রথমবার অধিনায়কত্ব করতে যাচ্ছেন টাইগার এই স্পিনার। এর আগে বিপিএলে কোনো ফ্র্যাঞ্চাইজির অধিনায়কত্ব না করলেও জাতীয় দলে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি।
এর আগে ঢাকা প্লাটুন, খুলনা টাইগার্স, বরিশাল বুলস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।
চট্টগ্রাম রয়্যালসের স্কোয়াড
দেশি ক্রিকেটার : শেখ মেহেদী, তানভীর ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, শরিফুল ইসলাম, আবু হায়দার রনি, মাহমুদুল হাসান জয়, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, সালমান হোসেন ও জাহিদুজ্জামান খান।
বিদেশি ক্রিকেটার : ক্যামেরন ডেলপোর্ট (দক্ষিণ আফ্রিকা), মির্জা তাহির বেগ (পাকিস্তান)।

স্পোর্টস ডেস্ক