বিপিএল ফাইনাল মাতাতে ঢাকায় নিশাম
চিটাগংকে উড়িয়ে এরইমধ্যে বিপিএলের ফাইনাল নিশ্চিত করেছে গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। লিগ পর্বে শীর্ষে থাকা দলটি কোয়ালিফায়ারেও হেসেখেলে জিতেছে। ফাইনালে ওঠেই ভক্তদের বড় উপহার দিল ফ্র্যাঞ্চাইজিটি। শিরোপা নির্ধরণী সেই ম্যাচের জন্য উড়িয়ে আনা হলো কিউই তারকা অলরাউন্ডার জিমি নিশামকে। এর আগেও যার বিপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে।
আজ (মঙ্গলবার) ৪ ফেব্রুয়ারি সকালে দক্ষিণ আফ্রিকা থেকে থেকে ঢাকায় এসে পৌঁছেছেন। সেখানে তিনি প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে এসএ টি-টোয়েন্টি আসর খেলছিলেন। প্রিটোরিয়া প্লে অফে উঠতে না পারায় বরিশাল তাকে ফাইনালের জন্য নেওয়ার সুযোগ পেয়ে যায়।
প্লে অফে তাদের হয়ে বিদেশি কোটায় খেলেছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আলি, আইএল টি-টোয়েন্টি খেলে ফেরা ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইল মেয়ার্স, ইংলিশ ব্যাটার ডেভিড মালান ও আফগান অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি। এদের মধ্যে সম্ভবত নবির জায়গায় ফাইনালে একাদশে ঠাঁই নেবেন পেস অলরাউন্ডার নিশাম।
যদিও নিশাম কার জায়গায় খেলবেন, সেটি একটি প্রশ্ন। কারণ প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসের বিপক্ষে বরিশালের ৪ বিদেশি ছিল ডেভিড ম্যালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী ও মোহাম্মদ আলী। ডেভিড মালানকে নিয়েও কোনো প্রশ্ন নেই। তবুও ফাইনাল দেখে সেরা তারকাকেই মাঠে নামাতে মরিয়া দলটি।
ফাইনালে কে হবে বরিশালের প্রতিপক্ষ, তা জানতে অপেক্ষা করতে হবে আরও একদিন। আগামীকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) দ্বিতীয় কোয়ালিফায়ারে মাঠে নামবে চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। এই ম্যাচে জয়ী দল খেলবে ৭ ফেব্রুয়ারির মেগা ফাইনালে।