বিপিএলে তামিমের খেলা নিয়ে যা জানা গেল

বিসিবি নির্বাচনের সঙ্গে জড়িয়ে তামিম ইকবালকে ঘিরে অনেক জল ঘোলা হয়েছে। শেষ পর্যন্ত তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরও তাকে নিয়ে যেন আলোচনা শেষ হতে চাইছে না। দেশের ক্রিকেট বিষয়ক কোন আলোচনা উঠলেই তার নাম সামনে চলে আসছে। এই যেমন এবার কথা উঠছে ফরচুন বরিশালের হয়ে আসন্ন বিপিএলে তিনি অংশ নিচ্ছেন কি না।
তামিমের বিপিএল খেলা প্রসঙ্গে বরিশালের মালিক মিজানুর রহমান কথা বলেছেন। আজ সোমবার (১৩ অক্টোবর) ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে উঠে আসে তামিমের প্রসঙ্গ।
মিজানুর বলেন, ‘আমি মনে করি না তামিম এমন কিছু বলেছেন যে তিনি বিপিএল খেলবেন না। তার মন্তব্যটা সাধারণ খেলা নিয়ে হতে পারে। বিপিএল হলে আমি ব্যক্তিগতভাবে তাকে অনুরোধ করব খেলতে, আর আমি মনে করি বরিশাল খেললে তামিমও খেলবে।’
তামিম বিসিবি নির্বাচন থেকে সরে আসেন সরকারের হস্তক্ষেপের কারণ দেখিয়ে। সাবেক ওপেনার তামিম মনে করেছিলেন, এটা কোন ইলেকশন ছিল না। ভোটে কারচুপি নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি মনে করেন নির্বাচনে দাঁড়ালে নিশ্চিতভাবে পরিচালক হতে পারতেন। কিন্তু তার জন্য গুরুত্বপূর্ণ ছিল একটা স্বচ্ছ নির্বাচন হওয়া।
বিসিবি নির্বাচনের পর গত বুধবার (৮ অক্টোবর) রাজধানীর লেকশোর হোটেলে ক্লাব অর্গানাইজার অ্যাসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নেন তামিম। সেখানে ঢাকাভিত্তিক ক্রিকেট সংগঠকরা ঢাকার লিগ, বিভাগীয় ও জেলার ক্রিকেটীয় কার্যক্রম বর্জনের ঘোষণা দেন। সেখানে ঢাকা ক্লাব ক্রিকেট আয়োজক সমিতি (ডিসিসিওএ))-এর অধীনে থাকা বেশ কয়েকটি প্রখ্যাত ক্লাব ও জেলার প্রতিনিধিরা এবারের বিসিবি নির্বাচনের বৈধতা প্রত্যাখ্যান করেছেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বছরখানেক আগে অবসর নেওয়া তামিম যুক্ত হতে চেয়েছিলেন বোর্ডের সঙ্গে। প্রশ্ন আসে, দেশের প্রথম শ্রেনির ক্রিকেটে বা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সাবেক এই ওপেনার খেলা চালিয়ে যাবেন না ক্রিকেটকে চিরতরে বিদায় জানাবেন?
তামিম তখন জানিয়েছিলেন, বিসিবির পরিচালক হলে খেলা ছেড়ে দেবেন। এখন যেহেতু পরিচালক হতে পারেননি, ফলে সামনের বিপিএলে তাকে ব্যাট হাতে দেখার বিষয়ে আলাপ উঠেছে।