ক্রিকইনফোর বিপিএল সেরা একাদশে যারা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/09/bpl.jpg)
রুদ্ধশ্বাস ফাইনালে চিটাগং কিংসকে উড়িয়ে বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ফরচুন বরিশাল। মাঠের বাইরের বিতর্ক ছাপিয়ে মাঠের লড়াইয়ে নিজেদের ছাপিয়ে যাওয়ার চেষ্টা ছিল দলগুলোর। ৪৬ ম্যাচের এই আসর শেষে টুর্নামেন্টের সেরা ১১ জনকে বেছে নিয়েছে জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো। এক নজরে দেখে নেয়া যাক কারা আছেন সেই একাদশে।
সেরা একাদশে ওপেনার হিসেবে বেছে নেওয়া হয়েছে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালকে। তার সঙ্গী হিসেবে আছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক নাঈম শেখ। খুলনা টাইগার্সের এই ব্যাটার ৫১১ রান করে রীতিমত তাক লাগিয়েছেন।
টপঅর্ডারের আরেক ব্যাটার জাকির হাসানও সুযোগ পেয়েছেন একাদশে। সিলেটের হয়ে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন তিনি। ওয়ানডাউনে থাকা জাকিরের ব্যাটে ছিল ৩৮৬ রান। আছেন বিপিএলের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক গ্রাহাম ক্লার্ক। তার মোট রান ৪৮৬ রান। চিটাগংয়ের এই ব্যাটার ফাইনালেও দারুণ ছন্দে ছিলেন।
উইকেটরক্ষক হিসেবে সুযোগ পেয়েছেন খুলনা টাইগার্সের মাহিদুল ইসলাম অঙ্কন। এবারের বিপিএলের ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটের পেছনেও নিজের সেরাটা উজাড় করে দেন তিনি। পাকিস্তানি অলরাউন্ডার খুশদীল শাহ জায়গা পেয়েছেন একাদশে। খুশদীল ২৯৮ রান করার পাশাপাশি ১৭ উইকেট নিয়েছেন। দারুণ পারফরম্যান্সের সুবাদে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও। টুর্নামেন্টের শেষভাগে তার অনুপস্থিতি ভুগিয়েছে রংপুর রাইডার্সকে।
দলে আছেন পাকিস্তানি ক্রিকেটার ফাহিম আশরাফ। ফরচুন বরিশালের জার্সিতে তিনি নিয়েছেন ২০ উইকেট এবং ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। তবে মেহেদী হাসান মিরাজ ব্যাট হাতে ৩৫৫ রান ও বল হাতে ১৩ উইকেট নিলেও টুর্নামেন্ট সেরা একাদশে জায়গা পাননি।
একাদশে তিন পেসার জায়গা পেয়েছেন। তারা হলেন ২০ উইকেট পাওয়া পাকিস্তানের আকিফ জাভেদ। সর্বোচ্চ ২৫ উইকেট পাওয়া দুর্বার রাজশাহীর তাসকিন আহমেদ। এবং চিটাগং কিংসের পেসার খালেদ আহমেদ।
টুর্নামেন্ট সেরা একাদশ : মোহাম্মদ নাঈম, তামিম ইকবাল, জাকির হাসান, গ্রাহাক ক্লার্ক, খুশদিল শাহ, মাহিদুল ইসলাম অঙ্কন, ফাহিম আশরাফ, আলিস আল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ ও আকিফ জাভেদ।