যারা ষড়যন্ত্র করে তারাই ষড়যন্ত্র খোঁজে : নজরুল ইসলাম
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/10/31/photo-1446283852.jpg)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘যারা ষড়যন্ত্র করে, তারা সবকিছুতেই ষড়যন্ত্র খোঁজে। খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গেছেন। চিকিৎসা শেষে যথাসময়ে দেশে ফিরবেন।’
লন্ডনে বসে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ষড়যন্ত্র করছেন—আওয়ামী লীগ নেতাদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে নজরুল ইসলাম খান এ মন্তব্য করেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে যান এ বিএনপি নেতা। শ্রদ্ধা নিবেদন শেষে সম্প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের করা বিভিন্ন মন্তব্যের উত্তর দেন তিনি।
‘আস্তে আস্তে বিএনপি ভেঙে চুরমার হয়ে যাবে’—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফের এমন বক্তব্যের জবাবে নজরুল ইসলাম খান তাদের বিএনপির দিকে না তাকিয়ে নিজের ঘর সামলানোর তাগিদ দেন। তিনি বলেন, ‘শমসের মবিন চৌধুরী রাজনীতি থেকে অবসর নেওয়ায় বিএনপি ভেঙে যাবে, এটা সরকারের দিবাস্বপ্ন।’
এ সময় সরকারই শমসের মবিন চৌধুরীকে রাজনীতি ছাড়তে বাধ্য করেছে—এমন অভিযোগ তুলে নজরুল ইসলাম খান বলেন, ‘শমসের মবিন চৌধুরী বিএনপি পরিত্যাগ করেন নাই। তিনি অসুস্থ, তাঁর চিকিৎসা বাধাগ্রস্ত করার জন্য তাঁর পাসপোর্ট আটকে রেখে তাঁর ওপর এক ধরনের চাপ প্রয়োগ করা হয়েছে। তিনি সিজন পলিটিশিয়ান না। এ চাপ হয়তো তিনি সহ্য করতে পারেন নাই।’