বিএনপি কোনো হত্যার দায়িত্ব নেবে না
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেছেন, বিদেশি হত্যা নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যকে সত্য প্রমাণ করতেই এখন এর সঙ্গে বিএনপি নেতাদের জড়ানোর ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, ‘বিএনপি কোনো হত্যার দায়িত্ব নেবে না।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের আরোগ্য কামনায় দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে কৃষক দল। মিলাদ-পূর্ব আলোচনায় নজরুল ইসলাম খান এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘বিদেশিকে খুন করা হয়েছে। আমরা বিএনপির তরফ থেকে নিন্দা জানিয়েছি, প্রতিবাদ জানিয়েছি। উপযুক্ত তদন্ত করে দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছি। কিন্তু আমাদের সরকারপ্রধান বিদেশে বসেই বলে দিলেন এ ঘটনার সঙ্গে বিএনপি জড়িত। এখন চেষ্টা চলছে তাঁর সে কথা প্রমাণ করার জন্য বিএনপিকে কীভাবে সম্পৃক্ত করা যায়।’
নজরুল ইসলাম খান আরো বলেন, ‘আমরা কেউ হত্যার রাজনীতিতে বিশ্বাস করি না। কাজেই কেউ হত্যা করলে, ব্যক্তিগত দায়িত্বে কেউ করলে সে দায়িত্ব তাকে নিতে হবে। বিএনপি কোনো হত্যার দায়িত্ব নেবে না। কিন্তু অন্যায়ভাবে বিএনপির কোনো নেতাকর্মীকে হত্যার অভিযোগে জড়িয়ে বিএনপিকে হেয় করার চেষ্টা করা হলে নিশ্চয়ই বিএনপি তার প্রতিবাদ জানাবে।’
‘প্রোপাগান্ডা করা হচ্ছে’
এর আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির পক্ষ থেকে করা সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, দুই বিদেশি হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপি নেতাদের জড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্য মনগড়া ও অসত্য।
সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র ও দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেন, ‘বিএনপি ঢাকা মহানগর নেতা আবদুল কাইয়ুম ও হাবিব-উন-নবী খান সোহেলকে জড়িয়ে যে প্রোপাগান্ডা করা হচ্ছে তাতে প্রকৃত অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে চলে যাবে বলে আমরা আশঙ্কা করছি এবং হত্যাকাণ্ডের মোটিভ ও খুনিদের বিচার করা সম্ভব হবে না বলেও আমরা আশঙ্কা প্রকাশ করছি।’