গত বছর ১৫ আদিবাসী নিহত, নির্যাতিত ১২৬
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/27/photo-1425053334.jpg)
পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে ২০১৪ সালে বিভিন্ন অপরাধমূলক ঘটনায় ১৫ জন আদিবাসী নিহত হয়েছেন। এর মধ্যে সাতজন নারী। এ ছাড়া আরো ১২৬ জন আদিবাসী শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন। ২০১৪ সালের বাংলাদেশের আদিবাসীদের মানবাধিকার রিপোর্টে এমনটাই জানানো হয়েছে। আজ শুক্রবার সকালে রাজধানীতে ডেইলি স্টার মিলনায়তনে কাপেং ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
কাপেং ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পল্লব চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন ও সালিশ কেন্দ্রের প্রধান নির্বাহী অ্যাডভোকেট সুলতানা কামাল, সংসদ সদস্য হাজেরা সুলতানা, বাংলাদেশ আদিবাসী ফোরামের সঞ্জীব দ্রং প্রমুখ।
সভায় সুলতানা কামাল বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়নে বর্তমান সরকার অর্ধেকের বেশি চুক্তি বাস্তবায়ন করলেও আদতে ভূমি কমিশন সংশোধন, ভূমিতে সেনাবাহিনীর কর্তৃত্বের মতো গুরুত্বপূর্ণ চুক্তিগুলো বাস্তবায়ন না হওয়ায় এ চুক্তির আসল কাজের কিছুই হয়নি।
আইন ও সালিশ কেন্দ্রের প্রধান নির্বাহী আরো বলেন, শান্তিচুক্তি আধা বাস্তবায়নে ফেলে রাখায় পার্বত্য চট্টগ্রাম এলাকায় আরো খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর আদিবাসীদের মানবাধিকার লঙ্ঘন দিনে দিনে বেড়ে চলেছে। দ্রুত আদিবাসীদের মানবাধিকার রক্ষায় সরকারের সংস্থাগুলোকে কাজ করার অনুরোধ জানান তিনি।
সুলতানা কামাল বলেন, যাঁরা এসব বিষয়ে উদ্বিগ্ন প্রকাশ করে এর বিরুদ্ধে সোচ্চার হয়ে কাজ করছেন, তাঁদের জীবনও এখন হুমকির মুখে পড়ে যাচ্ছে।