প্রধানমন্ত্রীর বক্তব্য যথার্থ : স্বরাষ্ট্রমন্ত্রী
বিদেশে থেকে খালেদা জিয়া গুপ্তহত্যা চালাচ্ছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ মন্তব্য যথার্থ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, ‘নিশ্চিত তথ্যের ভিত্তিতেই প্রধানমন্ত্রী এ কথা বলেছেন। প্রধানমন্ত্রীর বক্তব্য যথার্থ।’
urgentPhoto
আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সামনে এসব কথা বলেছেন।গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জেলহত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগের সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে থেকে খালেদা জিয়া ষড়যন্ত্র করছেন। তিনি লেখক, প্রকাশক, ব্লগার ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুপ্তহত্যা চালাচ্ছেন।
লেখক-প্রকাশককে হত্যা ও হামলাকারীদের সম্পর্কে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘যারা ধরা পড়ছে, এদের সবার রাজনীতি শুরু জামায়াত-শিবিরের মাধ্যমে। পরে তারা জঙ্গি কর্মকাণ্ডের দিকে ধাবিত হয়।’
প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যামামলা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আসামিরা অচিরেই ধরা পড়বে।’ এ ছাড়া তিনি বলেন, ব্লগার ও প্রকাশক হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত যত মামলা হয়েছে সবই গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে। শিগগিরই সত্য উদঘাটিত হবে।’
গত শনিবার প্রকাশনা সংস্থা জাগৃতির কর্ণধার ফয়সল আরেফিন দীপনকে রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের কার্যালয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। একই দিন দুর্বৃত্তরা লালমাটিয়ায় নিজ কার্যালয়ে কুপিয়ে ও গুলি করে প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের মালিক আহমেদুর রশীদ টুটুল, লেখক-ব্লগার রণদীপম বসু ও তারেক রহিমকে আহত করে। দুটি প্রকাশনী থেকেই প্রয়াত ব্লগার অভিজিৎ রায়ের বই প্রকাশিত হয়েছিল।
২০১৩ সালে দুর্বৃত্তরা হত্যা করে ব্লগার আহমেদ রাজীব হায়দার শোভনকে। আর চলতি বছরেই লেখক-ব্লগার অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান, অনন্ত বিজয় দাস, নীলাদ্রি চট্টোপাধ্যায়কে কুপিয়ে হত্যা করা হয়। সব হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে।